বাংলায় বিপ্লব ও নবচেতনার আঁতুড় ঘর এই মেদিনীপুর। সমাজ সংস্কারক মানবতাবানদী আধুনিক চিন্তার নায়ক ঈশ্বরচন্দ্র। হাত বোমার রুপকার হেমদাস কানুন গো। শহিদ ক্ষুদিরাম,মাতঙ্গিনী হাজরা, বীরেন শাসমল,বিমল দাশগুপ্তর মত অনেক সুসন্তান এই মেদিনীপুর। গুপ্তসমিতী স্বাধীন তাম্রলিপ্ত সরকার গঠন,চুয়াড় ও ঠগা বিদ্রোহের মাটি এই মেদিনীপুর। সেই সমস্ত ভারত মা-এর দামাল ছেলের কথা ও আন্দোলন Mymedinipur.com- এর পাতায় প্রতিফলিত করতে চলেছি ।