কথিত আছে বাঙ্গালির বার মাসে তের পার্বন। সেই বৈশিস্ঠ মেদিনীপুরের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে লক্ষ করা যায়। বৈশাখের নববর্ষ,দুর্গা পুজা , নবান্ন উৎসব থেকে শুরু করে মহিষাদলের রথ, পঁচেটের রাস, ময়নার রাস ও কালিপুজো, সার্বিক দুর্গোৎসব খড়গপুরের দশেরা, পশ্চিম জেলার টুসু ভাদু ছৌ নৃত্য এর সাথে মেদিনীপুর শহরের পবিত্র উরস্ এই জেলার বিশেষ উৎসবগুলির অন্যতম। এর সাথে রয়েছে মকর সংক্রান্তির বিশিস্ঠ তুলসি চারার মেলা ও মাশুড়িয়ার চৈত্র গাজন সহ নিল রাত্রির মেলা।এবং চৈত্রের চড়ক মেলা। সেই সমস্ত মেলা, বিভিন্ন আন্চলিক উৎসব ও মেলাপার্বনের বর্ননা mymedinipur.com-এর পাতায় তুলে ধরার চেষ্টা।