বিপ্লবী ক্ষুদিরাম,মাতঙ্গিনী,হেমদাস কানুণগো, বীরেন শাসমল,বিমল দাশগুপ্ত, সমাজ সংস্কারক বিদ্যাসাগর, কাশিরাম দাস,মুকুন্দরাম,শ্যামানন্দ, গোপিজন বল্লভ দাস প্রমুখ কবি, বিজ্ঞানি মনি ভৌমিক, নারায়ন চন্দ্র রানার জেলা এই মেদিনীপুর। যাঁদের কীর্তি ও প্রকাশ জেলাকে জ্ঞানে, ত্যাগে, চিন্তায় সমৃদ্ধ করেছে তাদের কথা mymedinipur.com-এর পাতায় তুলে ধরার চেষ্টা।