অবসর পেলেই শিশু মেতে ওঠে ইউটিউব নিয়ে। মোবাইল ফোন কিংবা ট্যাবে তাদের তুমুল আগ্রহ। পড়তে বসলে মন পড়ে থাকে টিভির কার্টুনের দিকে। সত্যি বলতে কি আজকালকার শিশুরা বড্ড প্রযুক্তিপ্রেমী, কিন্তু পুরোটা দোষ কি শুধুই শিশুদের? তা কিন্তু নয়। একটু ভেবে দেখুন তো, আমরা বড়রাইবা শিশুদের কতটুকু সময় দিতে পারি? বর্তমান প্রতিযোগিতার যুগে শিশুদের মধ্যে কল্পনার রঙিন জগৎ তৈরি হওয়ার সুযোগই হয়ে ওঠে না। তবে যুগের হাওয়া পুরোপুরি বদলে ফেলাও সম্ভব নয়।